ডার্ক সার্কেল দূর করে পুদিনা

কালচে দাগহীন সুন্দর চোখ পেতে চাইলে নিয়মিত ঘুমের কোনও বিকল্প নেই। তারপরেও যদি চোখের আশেপাশে স্পষ্ট হতে থাকে ডার্ক সার্কেল, তবে ব্যবহার করতে পারেন পুদিনা পাতার প্যাক।

9-mint
পুদিনা, লেবু ও টমেটো
অর্ধেকটি টমেটো ও পুদিনা পাতা একসঙ্গে ব্লেন্ড করে নিন। ১ টেবিল চামচ লেবুর রস ও ১ চিমটি লবণ মেশান। মিশ্রণটি চোখের নিয়ে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে।
আলু ও পুদিনা
একটি আলু খোসা ছাড়িয়ে ছোট করে কাটুন। ব্লেন্ডারে আলু ও মুঠো ভর্তি পুদিনা একসঙ্গে ব্লেন্ড করে নিন। মিশ্রণে তুলার টুকরা দিয়ে ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা হলে তুলার টুকরা চোখের উপর দিয়ে রাখুন। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
গোলাপজল ও পুদিনা
মুঠোভর্তি পুদিনা ব্লেন্ড করে নিন গোলাপজল মিশিয়ে। মিশ্রণটি সারারাত ফ্রিজে রাখুন। পরদিন ছেঁকে তুলার টুকরা ডুবিয়ে চোখের উপর লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
পুদিনা ও লেবু
পুদিনা পাতা ও কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে ব্লেন্ড করুন। পেস্টটি চোখের নিচে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ডস্কাই