শুষ্ক চুলের যত্নে

শীতের হাওয়ায় বইতে শুরু করেছে প্রকৃতিতে। এ বাতাসে বাড়ে চুলের শুষ্কতা। রুক্ষ চুল প্রাণহীন হয়ে ঝরে পড়ার পাশাপাশি মাথার ত্বক শুষ্ক হয়ে বাড়ে খুশকির প্রকোপ। জেনে নিন শীতে চুলের রুক্ষতা দূর করবেন কীভাবে।

step-2-combine-ingredients-home-remedies-dry-flaky-scalp-600x400

  • ২ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের সঙ্গে ১ টেবিল চামচ গ্লিসারিন মেশান। ১ টেবিল চামচ মধু মিশিয়ে নেড়ে নিন। মিশ্রণটি ব্রাশের সাহায্যে চুলের গোড়ায় লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন। শাওয়ার ক্যাপ পরে নিন। ১ ঘণ্টা পর মাইলদ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে দূর হবে চুলের রুক্ষতা।
  • চুল ও মাথার ত্বকের শুষ্কতা দূর করতে অ্যালোভেরার জুড়ি নেই। টাটকা অ্যালোভেরা জেল চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • চুলের গোড়ায় মায়োনিজ লাগিয়ে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু করে নিন।

use-home-remedies-for-dry-flaky-scalp-600x400

  • ১ ভাগ আপেল সিডার ভিনেগারের সঙ্গে ৩ ভাগ পানি মিশিয়ে চুল ধুয়ে নিন। আঙুলের সাহায্যে ম্যাসাজ করুন চুলের গোড়া। ১৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিএয় চুল ধুয়ে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।
  • নারকেল তেল সামান্য গরম করে ঘষে ঘষে লাগান চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। গরম পানিতে তোয়ালে ডুবিয়ে চুল জড়িয়ে রাখুন। আধা ঘণ্টা পর তোয়ালে খুলে আরও কিছুক্ষণ অপেক্ষা করুন। চুল ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।

 

তথ্য: ফ্যাব হাউ