পাতলা চুল ঘন করবেন যেভাবে

চুল ঝরতে ঝরতে পাতলা হয়ে যাচ্ছে? প্রতি সপ্তাহে ব্যবহার করুন ক্যাস্টর অয়েল ও মধুর হেয়ার প্যাক। নতুন চুল তো গজাবেই, পাশাপাশি দ্রুত হবে চুলের বৃদ্ধি।

Downloads

যেভাবে তৈরি করবেন হেয়ার প্যাক
আধা কাপ মেথির তেলে ২ টেবিল চামচ অপরিশোধিত ও খাঁটি মধু নিন। ১/৩ কাপ ক্যাস্টর অয়েল মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করুন। সম্পূর্ণ চুলে লাগান। শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন। ১ ঘণ্টা পর চুলের কন্ডিশনার লাগান। অর্ধেকটি লেবু চিপে কন্ডিশনারের সঙ্গে মিশিয়ে নেবেন। আরও আধা ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে একবার অথবা দুইবার ব্যবহার করুন এটি।
কেন ব্যবহার করবেন মিশ্রণটি?

  • চুল হবে ঝলমলে ও উজ্জ্বল।
  • নিয়মিত ব্যবহারে নতুন চুল গজাবে।
  •  চুল পড়া বন্ধ হবে।   
  • চুলের গ্রোথ বাড়বে।

আরও কিছু টিপস

  • মেথি ৮ থেকে ১০ ঘণ্টা ভিজিয়ে রাখুন পর্যাপ্ত পানিতে। বেটে নারকেলের দুধ মিশিয়ে চুলের গোড়ায় লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। চুলের বৃদ্ধি বাড়বে।
  • রাতে ঘুমানোর আগে সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে লাগান চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। পরদিন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। বন্ধ হবে চুল পড়া।
  • ডিমের কুসুমের সঙ্গে ক্যাস্টর অয়েল ও যেকোনও এসেনশিয়াল অয়েল মিশিয়ে চুলের লাগান। ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুলের গোড়া হবে মজবুত।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট