পোশাক থেকে ঘামের দাগ দূর করবেন যেভাবে

অনেকে অতিরিক্ত ঘামেন। এতে পোশাক হয়ে পড়ে দুর্গন্ধযুক্ত ও হলদে। পোশাক থেকে ঘামের দাগ দূর করার কয়েকটি টিপস জেনে নিন।

sub-buzz-6487-1529686010-1

লবণ

কাপড়ে লাগা ঘামের পুরনো দাগ দূর করতে পারেন এই পদ্ধতিতে। সাদা ও রঙিন- দুই ধরনের কাপড়েই কার্যকর এই পদ্ধতিটি। দাগের অংশ পানিতে ভিজিয়ে লবণ ছিটিয়ে দিন। সারারাত এভাবেই রাখুন পরদিন পানি দিয়ে ভিজিয়ে আরও খানিকটা লবণ দিন। হালকা হাতে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন দাগ।  
ভিনেগার
ভিনেগার দিয়ে ভেজান দাগের অংশ। সারারাত রেখে পরদিন পরিষ্কার করে ফেলুন। এটি কাজ করবে রঙিন কাপড়ে। সাদা কাপড়ে ভিনেগার লাগাবেন না, হলদে হয়ে যাবে কাপড়।
লেবুর রস
ঘামের দাগ বোঝার সঙ্গে সঙ্গে লেবু ঘষে নিন দাগের উপর। ১০ মিনিট রেখে কুসুম গরম পানিতে হ্যান্ডওয়াশ মিশিয়ে ধুয়ে ফেলুন।  

তথ্য: ব্রাইট সাইড