রোদ পোড়া ত্বকের যত্নে তিনটি প্যাক

DIY-Orange-Peel-Scrub-for-Soft-Hands-and-Feetশীত এসে গেছে। ঘোরাঘুরির সময় শুরু। আর ঘোরাঘুরি মানেই ত্বকের অযত্ন। নিজের অযত্ন। ত্বক ফাঁটতে শুরু করে, সমুদ্রধারে গেলে ত্বক পুড়ে যায়। জেনে নিন রোদে পোড়া ত্বকের যত্ন। তিনটি ফেসপ্যাকের নিয়মিত যত্নেই ফিরে আসবে ত্বকের উজ্জ্বলতা।

টমেটো, দই ও লেবুর রস-

টমেটো ত্বকের তৈলাক্ত ভাব কমিয়ে দেয়। আবার টক দই ত্বক ময়শ্চারাইজ করার পাশাপাশি ত্বকের ভেতরে পুষ্টিও জোগায়। দুই টেবিল চামচ টমেটোর ক্কাথের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস, এক টেবিল চামচ দই মিশিয়ে গোটা মুখে লাগান। ৩০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শশা, গোলাপজল ও লেবুর রস-

ভিটামিন সি ত্বককে উজ্জল করে। তাই এক টেবিল চামচ শশার রস, এক টেবিল চামচ লেবুর রস ও সঙ্গে এক টেবিল চামচ গোলাপজল মিশিয়ে তুলো দিয়ে মুখে লাগিয়ে রাখুন। দশ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। টানা ৫ দিন এই প্যাক লাগালে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরবে।

বেসন ও হলুদ-

দুই টেবিল চামচ বেসনের সঙ্গে এক চিমটি হলুদ, সঙ্গে এক টেবিল চামচ দুধ ও এক টেবিল চামচ কমলার শুকনো খোসা গুঁড়ো গোলাপজলে গুলিয়ে পেস্ট করে নিন। পরিষ্কার মুখে এই প্যাক লাগিয়ে ২০ মিনিট রাখুন। দু’দিন অন্তর এই প্যাক লাগালে ভাল ফল পাবেন।

এভাবে নিয়মিত করলে ত্বক থেকে রোদপোড়া ভাবতো দূর হবেই। সঙ্গে ত্বকের উজ্জ্বলতাও ফিরে আসবে।