পুড়বে কফি, দূর হবে মশা!

মশা তাড়ানোর প্রায় সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে? অ্যারোসোল/কয়েল সব কিছু যখন তেমন ফল দিচ্ছে না, উল্টো পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতি করছে, তখন পরিবেশবান্ধব প্রক্রিয়ায় মশা তাড়ানোর চেষ্টা করতেই পারেন। এক্ষেত্রে ব্যবহৃত কফির গুঁড়া বেশ কার্যকর। আমেরিকার এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি দাবি করছে, কফি পোড়া গন্ধ কেবল মশা নয়, অনান্য কীটপতঙ্গের জন্যও বেশ আতঙ্কের। জেনে নিন কীভাবে কফির সাহায্যে তাড়াবেন মশা।

coffeegrounds

  • অ্যালুমিনিয়াম ফয়েল মোড়ানো একটি পাত্রে কফি গুঁড়া/ব্যবহৃত কফি নিয়ে ঘরের ঠাণ্ডা ও শুকনো জায়গায় রাখুন। ব্যবহৃত কফি হলে পুরোপুরি শুকানোর সময় দিন।
  • শুকিয়ে যাওয়ার পর তা খোলা বাতাসে টেবিল বা এরকম সমান্তরাল জায়গায় রাখুন। শিশু বা পোষা প্রাণিরা যেন নাগাল না পায়, তা নিশ্চিত করুন।
  • দিয়াশলাই দিয়ে কফি পুড়িয়ে ধোঁয়া উৎপন্ন করুন।
  • চাইলে জ্বলন্ত কয়লা দিতে পারেন কফির উপর। ধীরে ধীরে কফি পুড়বে ও মসা দূর হবে।
  • শুকনো কফি লম্বা করে বিছিয়ে একদিকে আগুন ধরিয়ে দিলে তা ধীরে ধীরে জ্বলে একইভাবে মশা তাড়াবে। মশার পাশাপাশি পিঁপড়ার মতো পোকাও দূর করে এটি। সেক্ষেত্রে যেখানে পিঁপড়ে বেশি সেখানে ব্যবহৃত কফির তলানি  ছিটিয়ে দিলে পিঁপড়া আর থাকবে না।

তথ্য: ইনস্টিকস ডট কম