প্রাকৃতিক গোলাপি ঠোঁটের জন্য...

কালচে দাগ দূর করে ঠোঁটে প্রাকৃতিক গোলাপি আভা নিয়ে আসতে কয়েকটি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন। এগুলো মেনে চললে শীতে ফাটবে না ঠোঁটও।  

Top-10-Home-Remedies-for-Dark-Lips

  • নরম টুথব্রাশ নিন। ঠোঁটে সামান্য ভ্যাসলিন লাগিয়ে ব্রাশ দিয়ে ধীরে ধীরে ঘষুন। ১ মিনিট পর ভ্যাসলিন পরিষ্কার করে লিপবাম লাগান। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এভাবে ঠোঁটের মরা চামড়া পরিষ্কার করুন। ঠোঁট হবে গোলাপি ও মসৃণ। পাশাপাশি ঠোঁট ফাটাও দূর হবে।
  • রাতে ঘুমানোর আগে লিপবামের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ঠোঁটে ঘষুন। সারারাত রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন।
  • সামান্য চিনির সঙ্গে মধু ও অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে ঘষুন। এই স্ক্রাবটি আপনার ঠোঁট রাখবে গোলাপি ও কোমল।
  • রাতে ঘুমানোর আগে সামান্য নারকেল তেল ঠোঁটে লাগিয়ে রাখুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
  • দুধের সরের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট