নখ বাড়ছে না?

অনেকের নখ খুব সহজে ভেঙে যায়। এ ধরনের নখ বাড়তেও চায় না। শক্ত ও সুন্দর নখের জন্য চাই খানিকটা বাড়তি যত্ন। কয়েকটি ঘরোয়া প্যাক ব্যবহার করলে নখ বাড়বে দ্রুত।

xnails-1544415143.jpg.pagespeed.ic.6JW3sM0VbZ
কলা ও ডিম
২ টেবিল চামচ পাকা কলার সঙ্গে একটি ডিম ফেটিয়ে মেশান। একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিন। আঠালো মিশ্রণ তৈরি হলে আঙুল ডুবিয়ে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট পর হাত ধুয়ে মুছে নিন। দিনে দুইবার ব্যবহার করুন। কয়েক সপ্তাহের মধ্যেই মিলবে ফল।   
কমলা ও লেবু
আধা কাপ কমলার রসের সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস মেশান। মিশ্রণে আঙুল ডুবিয়ে রাখুন ১৫ মিনিট। দিনে দুইবার ব্যবহার করুন দ্রুত ফলের জন্য।
মাছের তেল
ক্যাপসুল আকারে পাওয়া যায় মাছের তেল। কয়েকটি ক্যাপসুল থেকে তেল বের করে তুলার টুকরার সাহায্যে ঘষে ঘষে লাগান নখে। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহার করুন এটি।
দই ও দুধ
১ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ দুধ মিশিয়ে নিন। মিশ্রণে ১৫ মিনিট ডুবিয়ে রাখুন আঙুল। পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দুইবার ব্যবহার করুন দুধ ও দইয়ের মিশ্রণ।  

তথ্য: বোল্ডস্কাই