চাল পোকামুক্ত রাখবেন যেভাবে

খাওয়ার সময় ভাতের মধ্যে কালো একটি পোকা পেলেই চলে যায় খাওয়ার রুচি! স্যাঁতসেঁতে স্থানে রাখার কারণে চালে পোকা হতে পারে। চাল পোকামুক্ত রাখার জন্য কী করবেন জেনে নিন।  

maxresdefault

  • অবশ্যই চাল একটি প্লাস্টিকের ব্যাগে ভরে রাখুন। এতে চাল ভালোও থাকে, তাতে পোকাও ধরে না। কাঠের বাক্সে চাল রাখবেন না কখনই। এতে পোকা আসবে দ্রুত।
  • প্লাস্টিকের ব্যাগ একটি মুখবন্ধ পাত্রে রাখুন। যেন বাতাস না ঢোকে পাত্রে সেদিকে লক্ষ রাখবেন।
  • চালের মধ্যে কয়েকটা নিমপাতা বা তেজপাতা ফেলে দিন। পোকা আসবে না।
  • চাল ফ্রিজে রাখলেও পোকার সমস্যা থেকে মুক্তি পাবেন।