আদার হেয়ার প্যাক: গজাবে নতুন চুল

চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমাতে আদা জাদুকরি ভূমিকা পালন করে। চুল ঝলমলে করতে ও নতুন চুল গজাতেও আদার হেয়ার প্যাক খুবই কার্যকর। জেনে নিন চুলের যত্নে আদা কীভাবে ব্যবহার করবেন।  

ginger-hair-growth
চুল ঝলমলে করতে
এক টুকরো আদা থেকে রস বের করে নিন। ১ টেবিল চামচ আদার রসের সঙ্গে সমপরিমাণ অলিভ অয়েল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ২০ মিনিট অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে কয়েকবার ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হওয়ার পাশাপাশি চুল হবে ঝলমলে ও কোমল।
খুশকি দূর করতে
২ টেবিল চামচ আদা কুচির সঙ্গে ৩ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। এক টুকরো লেবুর রস দিয়ে নেড়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় কিছুক্ষণ ম্যাসাজ করুন। চুলের আগাতেও লাগান। আধা ঘণ্টা রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার ব্যবহার করলে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুলের আগা ফাটা রোধ হবে।   
নতুন চুল গজাতে
১ টেবিল চামচ আদার রসের সঙ্গে ১ টেবিল চামচ জোজোবা অয়েল মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ম্যাসাজ করুন। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। আরেকটি হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন নতুন চুলের জন্য। সামান্য পানি দিয়ে আদা ব্লেন্ড করে নিন। মিহি পেস্ট তৈরি হলে পাতলা কাপড়ে ছেঁকে রস বের করুন। চুলের গোড়ায় সরাসরি লাগান আদার রস। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
চুল পড়া কমাতে
চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমাতে সাহায্য করে আদার হেয়ার প্যাক। ২ তেনিল চামচ আদা গুঁড়ার সঙ্গে নারকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। শাওয়ার ক্যাপ পরে রেখে দিন সারারাত। পরদিন সকালে কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু করে ফেলুন। আরেকটি হেয়ার প্যাক তৈরি করতে পারেন মধু ও ডিম মিশিয়ে। ১ চা চামচ আদা গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ মধু ও একটি ডিমের কুসুম মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট