আমেরিকান ট্র্যাভেল ম্যাগাজিনে ফ্যাশনেবল অ্যাশ

আমেরিকার ‘কন্ডে নাস্ট’ ট্রাভেল ম্যাগাজিনের জন্য কিছুদিন আগে ওয়াশিংটন ডিসিতে ফটোশুট করলেন ঐশ্বরিয়ার রাই বচ্চন। রালপ অ্যান্ড রুশোর ডিজাইন করা পোশাকেই বেশি দেখা গেছে তাকে।

সবুজ-সাদা স্কার্টে অ্যাশ
সবুজ সোয়েটার,ম্যাচ করা সবুজ-সাদা কম্বিনেশনের স্কার্ট,সাথে কালো হাই সু-সব মিলিয়ে অনবদ্য অ্যাশ।

ওয়েস্টার্ন পোশাকে

কালো রঙের ওয়েস্টার্ন আউটফিটের সাথে কালো সু তেও গ্ল্যামারাস ছিলেন ঐশ্বরিয়া।  

অফ শোল্ডার পোশাকে
অফ শোল্ডার ড্রেসের সাথে কালো প্যান্ট, কালো বেল্ট, কালো সু- সব মিলিয়ে দিব্যি ছিলেন জমকালো।

মেরুন পোশাকে
মেরুন রংয়ের প্যান্ট আর লাল শার্টটি ডিজাইন করেছেন ইলারিয়া নিস্ত্রি। মেরুন কোটটি লেবেল রাসিলের। ম্যাচ করা মেরুন রংয়ের হিলে পারফেক্ট ছিলেন এই সুন্দরী। অনুষঙ্গ হিসেবে ছিল মিশো থেকে কেনা সিলভার রিং। কানের দুল জ্যাক ভারটানিয়ান এর।

তথ্য: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস নাউ