সম্ভাবনা’র ব্যতিক্রমী শীত উৎসব

প্রতি বছরের মত এবারের শীতেও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্ভাবনা’ আয়োজন করেছে পুষ্পকলির শীত উৎসব-২০১৮।

Pushpokoli Winter fest-2018 1-01

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গনে রবিবার (১৬ ডিসেম্বর) বিকালে উৎসবের প্রথম দিনে মিরপুর স্টেডিয়াম ও কালশি পুষ্পকলি স্কুলের ১৫০ জন শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীত নিবারণের জন্য দেওয়া হয় ভারি জ্যাকেট ও কম্বল।

উৎসবের দ্বিতীয় দিন (১৭ ডিসেম্বর) ধানমন্ডি রবীন্দ্র সরোবর পুষ্পকলি স্কুলের ৫০ জন শিক্ষার্থীর মাঝে পোশাক বিতরণ করা হয়। উৎসবে শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে এসেছিলেন সম্ভাবনার স্বেচ্ছাসেবীদের অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা।  

উৎসব সম্পর্কে সম্ভাবনার সভাপতি রবিউল ইসলাম রবিন বলেন, ‘এ বছর আমরা শীত উৎসবকে সাজিয়েছি দুটি ধাপে। প্রথম অংশে পুষ্পকলি স্কুলের ২০০ শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরের ধাপে ঢাকা শহরের বিভিন্ন এলাকার ১০০ শিশুসহ আরও ২০০ ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হবে আগামী মাসের প্রথম সপ্তাহে।’ 

উল্লেখ্য, ‘বঞ্চিত শিশু ও আগামীর সম্ভাবনা’ স্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সম্ভাবনার পথচলা শুরু হয় ২০১১ সালে। ২০১১ সাল থেকে সম্ভাবনা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘পুষ্পকলি স্কুল’ নামে একটি অবৈতনিক স্কুল পরিচালনা করে আসছে। বর্তমানে পুষ্পকলি স্কুলের তিনটি শাখা রয়েছে মিরপুর স্টেডিয়াম, রবীন্দ্র সরোবর এবং মিরপুর কালশি বস্তিতে।