শিলপাটা ধার করবেন যেভাবে

যারা দেশের বাইরে থাকেন তারা শিলপাটা ধার করা নিয়ে বেশ ঝক্কিতেই পড়েন। দেশেও সবসময় ধার করার লোক পাওয়া যায় না। ফলে মসলা বাটা নিয়ে পড়তে হয় বিপদে। খুব সহজে কিন্তু নিজেই এই বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। জেনে নিন বাসায় কীভাবে ধার করবেন শিলপাটা।  

maxresdefault একটি মোটা কাপড় বা তোয়ালের উপর শিলপাটা বসিয়ে নিন। হাতুড়ি এবং বড় স্ক্রু অথবা গজাল নিন। পুরনো গর্তের মধ্যে খানিকটা বাঁকা করে স্ক্রু ধরুন। অল্প অল্প করে হাতুড়ি দিয়ে ঠুকুন। চাইলে নতুন করেও গর্ত করতে পারেন। ঘন ঘন গর্ত করতে হবে। পাটা গর্ত হয়ে গেলে শিলে ধার দিয়ে নিন একইভাবে। শিলের সব দিকে গর্ত না করে যেদিক দিয়ে বাটা হয় কেবল সেদিকেই গর্ত করতে পারেন। এতে সময় বাঁচবে অনেকটাই।
সাবধানতা

  • ধার করার সময় চোখে বড় চশমা অথবা সানগ্লাস পরে নেবেন অবশ্যই। নাহলে শিলপাটা থেকে ছোট ছোট টুকরা ছিটকে চোখের ক্ষতি করতে পারে।
  • শিলপাটায় খুব সাবধানে ঠুকবেন স্ক্রু। খুব বেশি জোরে ঠোকার দরকার নেই।  

ছবি ও তথ্য: সেলিনা রহমান