ধানমন্ডিতে দুই দিনব্যাপী পৌষমেলা

শীতের পিঠাপুলি, হাতে তৈরি গয়না, দেশীয় শাড়িসহ বিভিন্ন উদ্যোক্তার দেশীয় পণ্য নিয়ে ‘চারুকলা-পৌষমেলা’ শুরু হচ্ছে আগামীকাল ২১ ডিসেম্বর।

STORY7
ধানমন্ডি সাতাশ নাম্বারের মাইডাস সেন্টারে শুরু হওয়া দুই দিনব্যাপী এই মেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।  
মেলার আয়োজক দলে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুর রশিদ তৌসিফ। তিনি বলেন, ‘এক সময় পৌষমেলাগুলো বেশিরভাগই ছিল চারুকলাকেন্দ্রিক। সেই আমেজটাই শহরব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রয়াস থেকে ধানমন্ডিতে আয়োজন করা হচ্ছে চারুকলা-পৌষমেলা।’ মেলায় কোনও ধরনের পাকিস্তানি পণ্য পাওয়া যাবে না বলে জানালেন তৌসিফ।
মেলায় অংশ নেওয়া বিভিন্ন ধরনের অনলাইন ও অফলাইন স্টোরের মধ্যে রয়েছে খুঁত, কিভা হান, সারানা, নেইল আর্ট ডিজায়ার, ঝাঁপি, হানি চেইন, রিবানা, পিওর বাংলাদেশ। পিঠাপুলি, হাতে আঁকা টিপ, শীতের পোশাক, হাতে তৈরি গয়নাসহ আরও অনেক কিছু পাওয়া যাবে মেলায়।    
সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা।