আদায় রূপের যত্ন!

ginger-epigenetics-678x289রূপচর্চায় ঘরোয়া জিনিসের ব্যবহার সেই আদিকাল থেকে। ঘরে থাকা ডাল, চাল, তেল, এমন কী পেঁয়াজের মতো মসলা বা চা পাতা ব্যবহৃত হয়ে আসছে রূপচর্চায়। কিন্তু আদার মতো ঝাঁঝালো মসলা ব্যবহারের কথা শুনেছেন কী? কোনও সন্দেহ নেই আদা পেটের জন্য উপকারী। সকালে আদা খেলে রুচিও বাড়ে। তাই বলে রূপচর্চায়? তাহলে জেনে নিন কীভাবে আদা ব্যবহার করবেন ত্বকের যত্নে...

আদায় ঝকঝকে হয় ত্বক। তাই প্রতিদিন যে ফেসপ্যাকটি ব্যবহার করেন তার সঙ্গে আধ চামচ আদার রস ব্যবহার করলে উপকারই পাবেন। সরাসরি ত্বকে আদার রস ব্যবহার একটু ঝুঁকিপূর্ণ। তাই ময়দা বা ডালের মতো বস্তুর তৈরি ফেসপ্যাক দিয়ে আদা ব্যবহার করুন।

আদার রস চুলের গোড়া শক্ত করে এবং চুল পড়া কমায়। সপ্তাহে একদিন তেলের সঙ্গে শুকনো আদা জ্বালিয়ে নিয়ে বা আদার রস জ্বালিয়ে চুলে ব্যবহার করতে পারেন।

ত্বকের পোড়া ভাব দূর করতে টমেটো পেস্টের সঙ্গে মিশিয়ে নিন এক চামচ পরিমাণ আদা থেতো, দ্রুতই কাজ হবে।