সুস্থ ত্বকের জন্য স্ট্রবেরি

strawberry1বাংলাদেশে এখন স্ট্রবেরি সহজলভ্য ফল। পাড়ায় ভ্যানে স্ট্রবেরি  বিক্রি হয় নিয়মিত। সেই স্ট্রবেরি বিদেশি ফল বলে অনেকেই খেতে চান না। আবার অনেকেই দেশি উপায়ে ভর্তা করে খান। খেয়ে অথবা মাস্ক বানিয়ে যেভাবেই স্ট্রবেরি আপনার শরীরে প্রবশ করুক ভীষণ উপকার করবে ত্বকের।

যাদের মুখে ব্রণর সমস্যা রয়েছে, তাদের জন্য অন্যতম কার্যকরী ওষুধ স্ট্রবেরি। স্ট্রবেরির অ্যাসিডিক চরিত্র ব্রণ ও পিম্পলস্ প্রতিরোধ করে। খাওয়ার পাশাপাশি ব্যবহার করুন স্ট্রবেরি ফেস মাস্ক।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে প্রাকৃতিক উপাদান রয়েছে স্ট্রবেরিতে। স্ট্রবেরি ত্বকের জেল্লা বাড়ায়। এছাড়াও এর মধ্যে রয়েছে এলাজিক অ্যাসিড, যা ত্বকের উপর দাগছোপ দূর করে ত্বক উজ্জ্বল করে তোলে।

দাঁতের হলদেটে ভাব দূর করতে স্ট্রবেরির জুড়ি নেই। স্ট্রবেরিতে থাকা ম্যালিক এসিড দাঁত সাদা করে। স্ট্রবেরি পেস্ট করে নিয়ে দাঁতে ঘসে নিন তিন মিনিটের মতো একদম ঝকঝকা দাঁত।