অকালে চুল পাকা রোধ করে আমলকীর হেয়ার প্যাক

অকালে চুল পেকে যাওয়া কিংবা চুল ঝরে যাওয়ার সমস্যা থেকে রেহাই পেতে আমলকীর হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। আমলকী রোদে শুকিয়ে গুঁড়া করে নিতে পারেন হেয়ার প্যাকে ব্যবহারের জন্য। আবার আমলকীর পাউডার কিনতে পাওয়া যায় বাজারেও।

amlapowderforhair-150315208284gkn-700x700
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন
আধা কাপ টক দই নিন একটি বাটিতে। ২ টেবিল চামচ আমলকীর পাউডার, ১ টেবিল চামচ মেথি গুঁড়া ও ১ টেবিল চামচ কারি পাতা বাটা একসঙ্গে মিশিয়ে নিন ভালো করে। মিশ্রণটি ভেজা চুলে লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। শ্যাম্পু করার প্রয়োজন নেই।
কেন ব্যবহার করবেন আমলকীর হেয়ার প্যাক?

  • আমলকীতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট চুলের বৃদ্ধি দ্রুত করে।
  • চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করে।
  • চুল পড়া কমায়।
  • চুলের অকালে পেকে যাওয়া প্রতিরোধ করে।
  • চমৎকার হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে।
  • খুশকি ও মাথার ত্বকের চুলকানি দূর করে।

তথ্য: ইনস্টিকস