সপ্তাহে একদিন হট অয়েল ট্রিটমেন্ট কেন করবেন?

কাজের ব্যস্ততায় চুলের যত্নে ঠিক মতো সময়ই হয়তো দেওয়া হয় না। তবে সময় করে সপ্তাহে একদিন যদি গরম তেল ম্যাসাজ করতে পারেন চুলে, বাড়তি যত্ন আর না হলেও চলবে!

Final-35
হ্যাঁ, গরম তেল চুলের জন্য এতোটাই উপকারী। এটি চুলের রুক্ষতা দূর করে দেয়। চুল ভেঙে যাওয়া, চুলের আগা ফেটে যাওয়াসহ খুশকি দূর করতেও হট অয়েল ট্রিটমেন্টের জুড়ি নেই। প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করে চুল ঝলমলে ও উজ্জ্বল করে গরম তেল। জেনে নিন কীভাবে বাসায় করবেন এই ট্রিটমেন্ট।
পরিমাণ মতো নারকেল তেল গরম করে নিন। চাইলে অলিভ অয়েলও নিতে পারেন। সরাসরি চুলায় গরম করবেন না। গরম পানির মধ্যে তেলের বাটি বসিয়ে গরম করুন। চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগাবেন। গরম পানিতে তোয়ালে ডুবিয়ে নিংড়ে নিন। চুলে জড়িয়ে রাখুন গরম তোয়ালে। ১০ মিনিট পর খুলে আবারও একইভাবে ভিজিয়ে চুল জড়িয়ে নিন। খুলে আধা ঘণ্টা অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। ব্যবহার করুন প্রাকৃতিক কন্ডিশনার। চায়ের লিকার কিংবা ভিনেগার মেশানো পানি হতে পারে চমৎকার কন্ডিশনার।