রূপচর্চায় ভ্যাসলিনের ৬ ব্যবহার

ত্বক ও ঠোঁটের যত্নের পাশাপাশি রূপচর্চায় ভ্যাসলিনের রয়েছে আরও বিভিন্ন ব্যবহার। জেনে নিন সেগুলো কী কী।

সুগন্ধি ব্যবহারের আগে সামান্য ভ্যাসলিন লাগিয়ে নিন। অনেকক্ষণ স্থায়ী হবে সুগন্ধি।

  • ভ্যাসলিনের সঙ্গে সামান্য দারুচিনির গুঁড়া মিশিয়ে ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে ম্যাসাজ করুন কিছুক্ষণ। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। দূর হবে ব্ল্যাকহেডস।
  • ঠোঁটের মেকআপ ওঠাতে সাহায্য নিয়ে পারেন ভ্যাসলিনের।
  • চোখের পাপড়ির সৌন্দর্য বাড়াতে মাস্কারার বদলে ব্যবহার করতে পারেন ভ্যাসলিন।
  • ঠোঁটের মরা চামড়া দূর করতে পারে ভ্যাসলিন। নরম টুথব্রাশে ভ্যাসলিন লাগিয়ে ধীরে ধীরে ঠোঁটে ঘষুন।
  • সুগন্ধি ব্যবহারের আগে সামান্য ভ্যাসলিন লাগিয়ে নিন। অনেকক্ষণ স্থায়ী হবে সুগন্ধি।
  • পায়ের গোড়ালি ফেটে গেলে পা কিছুক্ষণ শ্যাম্পু মেশানো গরম পানিতে ভিজিয়ে পিউমিস স্টোন দিয়ে ঘষে নিন। রাতে ঘুমানোর আগে ভ্যাসলিনের সঙ্গে সামান্য গ্লিরাসিন মিশিয়ে পায়ের গোড়ালিতে লাগান।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট