সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করবে ‘পথকুঁড়ি’

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করতে যাত্রা শুরু করল ‘পথকুড়ি ফাউন্ডেশন।’ এ উপলক্ষে রাজধানীর রবীন্দ্র সরোবরের পাশে হালিম চত্বরে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। এতে ফাউন্ডেশনের সকল সদস্যসহ উপস্থিত ছিলেন এর চেয়ারম্যান ফারিহা জাহান।

Poth kuri (2)
আয়োজনের মধ্যে ছিল রবীন্দ্র সরোবরের আশপাশের সুবিধাবঞ্চিত ২০০ শিশুর মাঝে শীতের পোশাক ও কম্বল বিতরণ, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের পুরোটা সময়জুড়ে শিশুরা হৈ-হুল্লোর করে সময় কাটায়।
আয়োজন নিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারিহা জাহান বলেন, ‘আমাদের পুরো আয়োজন শিশুদের এই তীব্র শীতের মধ্যে তাদের একটু উত্তাপ দেওয়ার জন্যই।’তিনি জানান, শিশুদের জন্য কাজ করবে পথকুঁড়ি ফাউন্ডেশন। এরপর আসো বড় পরিসরের কার্যক্রম নিয়ে আসবে ফাউন্ডেসনের সদস্যরা। যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামীতেও পাশে পাওয়ার প্রত্যাশা করেন তিনি ফারিহা।