বলিরেখা দূর করে ক্যাস্টর অয়েল

কেবল চুলের যত্নে নয়, ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন ত্বকের যত্নেও। এটি নিয়মিত ব্যবহারে দূর হবে ত্বকের বলিরেখা। এছাড়া নরম, কোমল ও উজ্জ্বল ত্বকের জন্যও নিয়মিত ত্বকে ম্যাসাজ করতে পারেন ক্যাস্টর অয়েল।

ক্যাস্টর অয়েল

  • রাতে ঘুমানোর আগে কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে মুছে নিন। ক্যাস্টর অয়েলে তুলার টুকরা ভিজিয়ে চোখের নিচের অংশ ও ঠোঁটের আশেপাশের অংশে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। দিনে কয়েকবার ব্যবহার করলে দূর হবে বলিরেখা।
  • সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে তুলার টুকরা ভিজিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • ক্যাস্টর অয়েলের সঙ্গে সমপরিমাণ মধু ভালো করে মিশিয়ে নিন। ত্বকে কিছুক্ষণ মিশ্রণটি ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ১ চা চামচ হলুদের গুঁড়া মেশান। মিশ্রণটি ভালো করে মিশিয়ে ত্বকে চক্রাকারে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ড স্কাই