জাতীয় পিঠা উৎসব শুরু হচ্ছে ২৩ জানুয়ারি

জাতীয় পিঠা উৎসব পরিষদের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে ‘জাতীয় পিঠা উৎসব ২০১৯।’ নয় দিনব্যাপী পিঠা উৎসব চলবে ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

49351322_2274147399492518_2289415931832565760_n
১২ তম এই উৎসবে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা কারিগররা। মোট ৩৩টি স্টলে থাকবে ১৬৮ ধরনের পিঠা।
এসব পিঠার স্বাদ যেমন ভিন্ন, তেমনি নামেও রয়েছে বৈচিত্র্য। যেমন- পাটিসাপটা, পোয়া, মালপোয়া, হরেক রকমের পুলিপিঠা, নকশি পিঠা, ম্যারা পিঠা, মই পিঠা, দুধ চিতই, গোলাপ পিঠা, ছিপ পিঠা, খিরসা পুলি, ফুল পিঠা, ঝাল পিঠা, সন্দেশ, ঝিনুক পিঠা, ক্ষীর কুলি, তেলের পিঠা, জামাই পুলি, তিল পনির, মোরগ পিঠা, সুন্দরী পাকন, মালাই পিঠা, পাতা পিঠা, রসফুল, লবঙ্গ পিঠা, খেজুর কিন্নি। সমাপনি দিনে সেরা শিল্পীদের পুরস্কার প্রদান করবে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ।
এছাড়া উৎসব প্রাঙ্গণে কফি হাউসের উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকছে নাচ, গান, আবৃত্তি, পথনাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।
পুরো আয়োজনটির তত্ত্বাবধান করছে কফি হাউজ।