চুলের গ্রোথ বাড়ায় কলার হেয়ার প্যাক

প্রোটিন, ভিটামিন, বায়োটিন, ম্যাগনেসিয়াম ও প্রাকৃতিক তেলের চমৎকার উৎস কলা। এছাড়া প্যাক তৈরিতে ব্যবহৃত অন্যান্য উপাদান থেকে পাওয়া যাবে মিনারেল ও ভিটামিন এ এবং এ। নিয়মিত ব্যবহারে শুষ্ক চুলের রুক্ষতা দূর হবে। পাশাপাশি চুলের গ্রোথ বাড়বে। 

maxresdefault যেভাবে তৈরি ও ব্যবহার করবেন প্যাক
একটি কলা ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি মিক্সার জারে কলার টুকরা নিন। এবার ২ থেকে ৩ চা চামচ টক দই, ১ চা চামচ মুলতানি মাটি, ১ চা চামচ নারকেল তেল ও ১ চা চামচ অ্যালোভেরা জেল মেশান। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে মিহি পেস্ট তৈরি করুন। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত হেয়ার প্যাকটি পুরু করে লাগান। ৩০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে একবার কিংবা দুইবার ব্যবহার করুন মাস্কটি। 
কেন ব্যবহার করবেন কলার প্যাক?

  • চুল হবে নরম ও ঝলমলে।
  • চুলের গোড়া থেকে ময়লা দূর হবে।  
  • চুল ভেঙে যাওয়া ও আগা ফাটা প্রতিরোধ করে।
  • প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
  • চুল পড়া বন্ধ করে।
  • চুলের বৃদ্ধি বাড়ায়।

তথ্য: বিউটি রেসিপিস