ত্বক উজ্জ্বল করে শসা

শসায় থাকা ল্যাক্টিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ভিটামিন ত্বকের যত্নে অনন্য। এটি ডার্ক সার্কেল দূর করার পাশাপাশি ত্বক রাখে উজ্জ্বল ও সুন্দর।

Cucumber-for-Face-1-size-3

  • ১ স্লাইস শসা, ১ টেবিল চামচ টক দই, ১ চা চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ মধু ও ১ চা চামচ লেবুর রস একসঙ্গে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বক উজ্জ্বল করবে।
  • চোখের ফোলা ভাব দূর করতে ঠাণ্ডা শসার স্লাইস চোখের উপরে দিয়ে রাখুন আধা ঘণ্টা।
  • ডার্ক সার্কেল দূর করার জন্য প্রতিদিন শসার স্লাইস চোখের উপর দিয়ে রাখুন খানিকক্ষণ।
  • ১ চা চামচ ওটের সঙ্গে শসার পেস্ট মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বকের কালচে দাগ দূর হবে।

তথ্য: বোল্ডস্কাই