ফুলের সাজে ফাগুন বরণ

ঘুমন্ত প্রকৃতি ফুলে ফুলে সেজে উঠতে প্রস্তুত। বসন্তের প্রথম দিনে নিজেকেও একটু না সাজালে কি আর প্রকৃতির উৎসবে নিজেকে শামিল করা যায়? ফাগুন বরণ উৎসবে তাই সেজে উঠুন ফুলের মতোই স্নিগ্ধ সাজে।

thumbnail
যেকোনও ফাগুন বরণ উৎসবে যোগ দিতে পারেন হলুদ, কমলা, গেরুয়া, লাল কিংবা সবুজ রঙের ছোঁয়ায়। বাসন্তী রঙের পোশাকের সঙ্গে হালকা সাজেই দিনভর থাকতে পারেন স্বাচ্ছন্দ্যে। হালকা কাজল আর যুতসই লিপস্টিক হতে পারে আপনার সারাদিনের সঙ্গী। বাঙালি সাজ কি টিপ ছাড়া পূর্ণ হয়? কপালে থাকুক মানানসই টিপ আর হাত ভর্তি কাচের চুড়ি। সেই সঙ্গে আরামদায়ক অনুষঙ্গ বেছে নিতেও ভুলবেন না। সঙ্গে পানির বোতল ও ছাতা রাখা চাই অবশ্যই।

ddd
শাড়িতে স্বাচ্ছন্দ্য না হলে ফতুয়া কিংবা সালোয়ার কামিজ পরে ফেলতে পারেন। তবে পোশাক যাই হোক, সাজটা থাকুক খুব স্নিগ্ধ।

kkkkk
দিনভর বসন্ত বরণ উৎসবে থাকতে না পারলেও দুশ্চিন্তার কিছু নেই। কর্মক্ষেত্রে যাওয়ার আগে ওয়ারড্রব থেকে হলুদ বা কমলা রঙের পোশাকটি বেছে নিন। ছোট্ট একটা টিপ ও কয়েকটি চুড়ি পরুন। ব্যস! আপনার ফাগুনের সাজ বেশ নজর কাড়বে।
জেনে নিন

  • চাইলে আগের দিন ফুল কিনে ফ্রিজে রাখতে পারেন। পরদিন বাইরে বের হওয়ার আগে অঙ্গে জড়িয়ে নিন তাজা ফুল।
  • সাজে নতুনত্ব আনতে পরতে পারেন নকশা টিপ।
  • অতিরিক্ত না সেজে সাজপোশাকে স্নিগ্ধতা ধরে রাখুন।

ছবি: দেশীদশ