খুশকি দূর করে টক দই

খুশকির অন্যতম কারণ চুলের গোড়ায় ধুলাবালি ও তেল জমে থাকা। টক দই প্রাকৃতিকভাবে পরিষ্কার করে চুলের গোড়া। খুশকি দূর করার পাশাপাশি চুল ঝলমলে করতেও জুড়ি নেই দইয়ের। জেনে নিন কীভাবে টক দইয়ের হেয়ার প্যাক তৈরি করবেন।

IMG_2131

  • একটি পাত্রে আধা কাপ টক দই নিন।
  • ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন দই।
  • তুলার টুকরা ডুবিয়ে চুলের গোড়ায় লাগান মিশ্রণটি।
  • ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • চুল ধোয়া শেষে চায়ের লিকার দিয়ে ধুয়ে নিন চুল। এটি প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট