বাসন পরিষ্কার করে মায়োনিজ

সুস্বাদু মায়োনিজ যেমন রূপচর্চায় অনন্য, ঠিক তেমনি গৃহস্থালি কাজ সহজ করতেও এর রয়েছে অনেক ব্যবহার। জেনে নিন সেগুলো কী কী।

মায়োনিজ

  • স্টিলের বাসন ব্যবহার করতে করতে প্রায়ই আঙুলের ছোপ পড়ে যায়। মায়োনিজ লাগিয়ে স্টিলের বাসন আবার ভালো করে নরম কাপড় দিয়ে মুছে নিন। ঝকঝকে হবে বাসন।
  • কাঠের টেবিলের ওপর অনেক সময় চা বা কফির কাপ রাখলে সেখানে গোল হয়ে দাগ পড়ে যায়। দাগের জায়গায় মেয়োনিজ লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর নরম কোনও কাপড় দিয়ে মুছে ফেলুন। দাগ দূর হবে।
  • দরজা-জানলার ছিটকিনি বা তালা জং ধরে গেলে মায়োনিজ লাগিয়ে রাখুন কিছুক্ষণ। বার কয়েক নাড়াচাড়া করুন। দূর হবে জং।
  • অসাবধানতাবশত চুলে চুইংগাম লেগে গেলে কিছুক্ষণ মায়োনিজ লাগিয়ে রাখুন। উঠে যাবে চুইংগাম।
  • আঙুলের আংটি এমনভাবে চেপে বসেছে যে কিছুতেই খুলতে পারছেন না? আঙুলে ভালো করে মায়োনিজ মেখে নিন। আংটি খুলে আসবে সহজেই।
  • শিশুরা দেয়ালে আঁকিবুঁকি করলে সেটিও দূর করতে পারবেন মায়োনিজের সাহায্যে।

তথ্য: জি নিউজ