লিপস্টিক আকর্ষণীয় করতে...

lipsticksমাঝে মাঝেই টিভিতে চোখ পড়লে মডেলদের বা অভিনেত্রীদের ঠোঁটের দিকে। দারুণ আকর্ষণীয় সব রঙে ঠোঁট সাজানো। অথচ নিজে বাড়িতে একই ব্র্যান্ডের লিপস্টিক লাগালে সেরকম লাগে না। লিপস্টিক আকর্ষণীয় করতে প্রয়োজন কয়েকটি টিপস। জেনে নিন কী করে লিপস্টিক হবে আকর্ষণীয়

ঠোঁটের মৃত কোষ তুলে ফেলতে হবে প্রথমেই। ঠোঁটে লেবুর রস বা শশার ফালি কিছুক্ষণ ঘষে নিলেই মৃতকোষ সরে যাবে। আর পেলব ঠোঁটে ভীষণ বসে যাবে যেকোনো রঙের লিপস্টিক

গাঢ় লাইনার আবশ্যক ঠোঁট সাজাতে। মূলত ঠোঁটের সীমারেখা নির্ধারন করে এই লাইনার। তাই ঠোঁটের শেপটা স্পষ্ট করতে গাঢ় লিপলাইনার আবশ্যক।

যদি ঠোঁটটি মোটা করে আঁকতে চান তবে বর্ডার লাইন একটু বাইরের দিকে এগিয়ে আঁকুন। আর যদি আপনার ঠোঁট প্রয়োজনের তুলনায় বেশি মোটা হয় তবে লিপলাইনার দিয়ে বর্ডার লাইন একটু ভিতরের দিকে চেপে আঁকুন। এতে আপনার ঠোঁট পাতলা দেখাবে। আপনার পছন্দ মতো ঠোঁট আঁকা হয়ে গেলে ওই লিপলাইনার দিয়েই পুরো ঠোঁট হালকা করে বুলিয়ে নিন।

ঠোঁটের গ্লসি লিপস্টিককে ম্যাট করতে হলে শুধুমাত্র টিস্যু চেপে ধরলেই জেল শুষে নেবে টিস্যু। ব্যাস এবার বাসায় চেষ্টা করেই দেখুন।