কফির আরও যত ব্যবহার

ব্যবহৃত কফি ফেলে দিচ্ছেন? জেনে নিন কীভাবে নানা উপায়ে ব্যবহার করা যায় কফি।

coffee_grounds_x2

  • একটি পাত্রে ব্যবহৃত কফি নিয়ে ফ্রিজে রেখে দিন। ফ্রিজের দুর্গন্ধ দূর হবে।
  • সামান্য নারকেল তেলের সঙ্গে কফি মিশিয়ে ব্যবহার করতে পারেন স্ক্রাব হিসেবে। এটি ত্বকের মরা চামড়া দূর করবে।
  • পোকামাকড় দূর করতে কফি ছিটিয়ে দিন।
  • গাছের সার হিসেবে রয়েছে এর চমৎকার ব্যবহার।
  • স্টেইনলেস স্টিলের বাসন ঝকঝকে করতে সাবান পানির সঙ্গে সামান্য কফি মিশিয়ে নিন।
  • কফিতে রয়েছে প্রাকৃতিক অ্যাসিড ও এনজাইম যা মাংস সেদ্ধ করতে সাহায্য করে।
  • ন্যাচারাল রঙ হিসেবে কফি ব্যবহার করতে পারেন চুলে কিংবা কাপড়ে।
  • কাঠের আসবাব থেকে দাগ দূর করতে সামান্য কফি ঘষে অপেক্ষা করুন ১৫ মিনিট। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।
  • চোখের নিচের ফোলাভাব দূর করতে কফি ব্যবহার করতে পারেন।