রঙ যেন মোর মর্মে লাগে (ফটোফিচার)

আজ সকাল থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছিল রঙের ছিটে। সেই রঙিন বাতাস পুরান ঢাকার শাঁখারিবাজারের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে যেমন ছড়িয়ে পড়েছিল, তেমনি দেশের আনাচে-কানাচে ঝাপটা দিয়ে গিয়েছিল। আজ আবির খেলায় মেতেছিল ছোট-বড় সবাই। দোলযাত্রা বা বসন্তোৎসব হিন্দু ধর্মাবলম্বিদের বৈষ্ণব উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রঙ খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার রঙিন ছবিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে তোলা হয়েছে।

53873347_599993180425803_307549843423756288_n (1)

54730751_386974242139173_4950127049055404032_n54520957_361853534416462_8277353701195120640_n54515546_2231698000222905_3942084472198922240_n54350177_397852214332448_2969419940391550976_n54432629_396777994210739_4281558631440187392_n54277773_599720043830408_2330998924724142080_n (1)54433298_271156183813630_2464250456881233920_n