মঙ্গল শোভাযাত্রার থিমে বৈশাখী পোশাক

STORYনববর্ষ উপলক্ষে ফ্যাশন হাউজ ‘বাংলার মেলা’ নিয়ে এসেছে পোশাকের বৈশাখী কালেকশন। ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রাকে মূল উপজীব্য ধরে নকশা করা হয়েছে পোশাকের। এসব নকশায় ব্যবহার করা হয়েছে ডাই ইফেক্ট, অ্যামব্লিশমেন্ট, অ্যাম্ব্রয়ডারি, ওপেন ওয়ার্কের মিশ্রণ। সালোয়ার-কামিজ, কুর্তি, পাঞ্জাবি ও ফতুয়ায় আভিজাত্য ফুটিয়ে তুলতে কারচুপি, টাইডাই, বাটিক, ব্লক, চুনরি এবং অ্যাম্ব্রয়ডারি করা হয়েছে। বাংলার মেলার ব্যবস্থাপনা পরিচালক একেএম গোলাম মাওলা জানান, গতানুগতিক লাল ও সাদা রঙ ছাড়াও এবারের বৈশাখী নকশায় প্রাধান্য দেয়া হয়েছে নীল, সবুজ, কমলা, হলুদ, ম্যানডারিনসহ গ্রীষ্মের উপযোগী বিভিন্ন উজ্জ্বল রঙ। বেশীরভাগ পোশাক তৈরিতে সুতি ও সুতিজাত কাপড় ব্যবহার করা হয়েছে।