যে ৭ কারণে অতিরিক্ত পাকা কলা ফেলবেন না

পেকে কলার খোসা কালচে হয়ে গেলেই সেটা ফেলে দেবেন না। পাকা কলা দিয়ে মজার মজার সব রান্না করে ফেলতে পারেন। আবার কলার খোসা ব্যবহার করা যায় সার হিসেবেও। জেনে নিন অতিরিক্ত পাকা কলা ব্যবহারের কিছু আয়ডিয়া।

KC0195- Best Use for Overripe Bananas

  • পাকা কলা দিয়ে ব্রেড কিংবা বড়া বানিয়ে ফেলতে পারেন। খেতে সুস্বাদু এসব খাবারের রেসিপি পেয়ে যাবেন ইন্টারনেটে।
  • কলা চটকে ৩ টেবিল চামচ চিনি মেশান। কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নেড়ে নিন। মিশ্রণটি ত্বকে ঘষে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে নরম ও কোমল।
  • কলার খোসা দিয়ে চামড়ার জুতা ঘষে করে নিন। ঝটপট ফিরে আসবে ঝকঝকে ভাব।

5198360-20218010-articles-3715460-f715c9a804eabe731ed54d1dc8cb1545-1519643730-650-6f9081b3ae-15198222541-1536159797-728-32e9147584-1536521034

  • ওটমিলের স্বাদ বাড়াতে পাকা কলা চটকে মিশিয়ে নিন।
  • আইসক্রিম কিংবা স্মুদিতে ব্যবহার করতে পারেন পাকা কলা।
  • কলা চটকে ২ টেবিল চামচ মধু, আধা কাপ নারকেল তেল ও ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে চুলের লাগান। এটি চুলের আগা ফাটা রোধ করবে।
  • কলার খোসা গাছের চমৎকার সার হিসেবে কাজ করে।  

তথ্য: ওয়ান গুড থিং