রূপচর্চায় হলুদ ব্যবহার করবেন কেন?

ত্বকের যত্নে হলুদের ব্যবহার বেশ প্রাচীন। তবে অনেকেই জানেন না যে চুলের যত্নেও এর জুড়ি মেলা ভার। জেনে নিন রূপচর্চায় কেন এবং কীভাবে ব্যবহার করবেন হলুদ।

feat-turmeric-for-beauty

  • ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসে হলুদ। হলুদের সঙ্গে মধু ও সামান্য লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • দাঁত ঝকঝকে করতে হলুদের জুড়ি নেই। ৪ টেবিল চামচ হলুদের গুঁড়ার সঙ্গে ২ টেবিল চামচ বেকিং সোডা ও আধা চা চামচ নারকেল তেল মিশিয়ে দাঁত ব্রাশ করুন। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন।
  • হলুদ গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে ব্রণের উপর লাগিয়ে রাখুন কিছুক্ষণ। এটি ব্রণ দূর করবে।
  • পরিমাণ মতো হলুদ গুঁড়া নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার এ খুশকি দূর হবে।
  • সমপরিমাণ হলুদ গুঁড়া ও অলিভ অয়েল মিশিয়ে চুলের গোড়ায় ব্যবহার করলে চুল বাড়বে দ্রুত।

তথ্য: রিডার্স ডাইজেস্ট