ছোট্টমণির বৈশাখ

ইফফাত আরা আঞ্জুম তার পাঁচ বছরের কন্যা মেধাকে নিয়ে ঘুরছিলেন বসুন্ধরা সিটি শপিং মলের দেশীদশে। ছোট্ট মেধা বায়না ধরেছে এবার শাড়ি পরবে বৈশাখে। ইফফাত জানালেন, শিশুদের শাড়ির খোঁজে সকাল থেকেই ঘুরছেন মার্কেটে মার্কেটে। নিজেদের কেনাকাটাও বাকি। আগে পরিবারের সবচেয়ে ছোট সদস্যের শখ পূরণ করবেন, তারপর শুরু করবেন নিজেদের কেনাকাটা।

ছবি- সারা লাইফস্টাইল
উৎসব-উপলক্ষে শিশুদের আনন্দটা স্বাভাবিকভাবেই একটু বেশি। তাই নিজের পাশাপাশি ছোট্টমণির বৈশাখ রাঙাতে কেনাকাটা করে ফেলুন দ্রুত। কারণ বৈশাখ দোরগোড়াতেই!
দেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অঞ্জন’স, কে ক্র্যাফট, নগরদোলা, দেশালসহ আরও বিভিন্ন দোকানে পেয়ে যাবেন শিশুদের পোশাক। মেয়ে শিশুর শাড়ি, সালোয়ার কামিজের পাশাপাশি ছেলেদের পাঞ্জাবি ও ফতুয়াও মিলবে এসব ফ্যাশন হাউজে। এক্সট্যাসি, লা রিভ, সেইলর, ইনফিনিটিতেও পেয়ে যাবেন চমৎকার সব রঙিন পোশাক।

ছবি- শৈশব
মার্কেট ঘুরে দেখা গেল, নরম সুতি কাপড়ই এবার প্রাধান্য পেয়েছে শিশুদের পোশাকে। হাফ হাতা আরামদায়ক ফতুয়া কিংবা ছিমছাম ফ্রকের যেমন চাহিদা রয়েছে বেশ, তেমনি ঘেরওয়ালা স্কার্ট ও ছোট্টমণির শাড়িও কিনে নিচ্ছেন ক্রেতারা।

ছবি- লা রিভ
গাউসিয়া কিংবা নিউ মার্কেটের শিশুপোশাক বিক্রি করা দোকানগুলোতে এখন উচে পড়া ভিড়। বিক্রয়কর্মী আল হাসান জানালেন, লাল-সাদা ফ্রক ও স্কার্টের চাহিদা অনেক বেশি। এগুলোর দাম পড়বে ৭০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত।

ছবি- শৈশব
শিশুদের পোশাক কিনতে ঢুঁ মারতে পারেন আড়ং কিংবা সারা লাইফস্টাইলে। এছাড়া অনলাইনেও পেয়ে যাবেন শিশুদের শাড়ি, পাঞ্জাবি কিংবা ফ্রক।