চিনি থেকে পিঁপড়া দূর করুন ৩ উপায়ে

চিনির বয়ামে পিঁপড়ার আক্রমণ ঠেকাতে ঘরোয়া কিছু টিপস মেনে চলতে পারেন। জেনে নিন সেগুলো কী কী।  

ThinkstockPhotos-489649077
লেবুর খোসা
চিনির পাত্রে এক টুকরো লেবুর খোসা রেখে দিন। ৩ দিন পর পুরনো খোসা ফেলে নতুন খোসা রাখুন। পিঁপড়া চিনির ধারের কাজেও আসবে না।
তেজপাতা
তেজপাতার গন্ধ পিঁপড়া সহ্য করতে পারে না। তাই চিনির পাত্রে একটি তেজপাতা রেখে দিন। ৫ দিন পর বদলে ফেলুন।
লবঙ্গ
পিঁপড়া তাড়াতে লবঙ্গ কার্যকর। চিনির পাত্রে একটা বা দুটো লবঙ্গ রেখে দিন।