শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী ‘রূপসী বাংলা’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ‘রূপসী বাংলা' আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হলো আজ ১৯ এপ্রিল (শুক্রবার)। ফটোসাংবাদিকদের প্রতিকৃৎ তিনজন প্রয়াত ফটোসাংবাদিক মোজ্জাম্মিল হোসেন,  মোশারফ হোসেন  ও আলহাজ মোহাম্মদ জহিরুল হককে সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে। তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ। তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রদর্শনীর কিছু খণ্ডচিত্র থাকছে বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য। 

57284408_283492899257130_5270174280942878720_n

57393098_715403272190021_3998548096547028992_n

57613183_407438926753786_7470682199314923520_n

57511552_567099930441371_4618468523407048704_n

57390192_320882428590975_1903594157729906688_n

57239015_2255666154509177_4642884085339914240_n

57935949_585059488658967_6134334972347023360_n

57543518_1164190587075197_4244474122869932032_n

57602752_2021823301455717_8301692937264168960_n

57434183_2287269374935459_5366756391644037120_n

57373062_1066859583500540_9209276186117537792_n