আমলকীর স্প্রে: চুল বাড়বে দ্রুত

চুলের যত্নে আমলকী ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। আমলকী টেলে ভিজিয়ে রেখে সেই তেল ম্যাসাজ করলে চুল বাড়বে দ্রুত। এছাড়া আমলকীর স্প্রে বানিয়ে ব্যবহার করতে পারেন ভেজা চুলে। জেনে নিন চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন আমলকীর স্প্রে।   

IMG_4675
আমলকী ছোট ছোট টুকরা করে নিন। ১/৩ কাপ আমলকীর টুকরা ১ কাপ পানিসহ ব্লেন্ডারে ব্লেন্ড করুন। একদম তরল হয়ে গেলে ছেঁকে স্প্রে বোতলে নিয়ে নিন আমলকী মিশ্রিত পানি। শ্যাম্পু করার পর ভেজা চুলে স্প্রে করুন। কয়েক মিনিট ম্যাসাজ করে চুল বেঁধে রাখুন। ৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আমলকীর স্প্রে ব্যবহার করবেন কেন?

  • আমলকীতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা চুলের গোড়া মজবুত করে।
  • চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।
  • ঝলমলে ও উজ্জ্বল করে চুল।
  • খুশকি দূর করে।
  • রুক্ষ ও শুষ্ক চুলে ফেরায় প্রাণ।
  • চুলের ভেঙে যাওয়া রোধ করে।

তথ্য: দ্য ইন্ডিয়ান স্পট