কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে (ফটোফিচার)

খরতাপে রুক্ষ নগরীর ভাঁজে ভাঁজে জেগে উঠেছে রক্তিম কৃষ্ণচূড়া। তপ্ত প্রকৃতির বুকে শুরু হয়েছে প্রাণ জুড়ানো লালের মিছিল। চন্দ্রিমা উদ্যানের রাস্তার দু’ধারে পাপড়ি মেলতে শুরু করেছে কৃষ্ণচূড়ার দল। এক বছর পর সবে ঘুম ভেঙ্গেছে তাদের! যতই বাড়ছে গরমের তীব্রতা, ততই রঙ লাগছে কৃষ্ণচূড়ার ডালে ডালে। চন্দ্রিমা উদ্যানের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নগরের আরও অনেক স্থানেই ফুটতে শুরু করেছে গ্রীষ্মের ফুল কৃষ্ণচূড়া। ফটোফিচারের ছবিগুলো তোলা হয়েছে চন্দ্রিমা উদ্যানের সামনে থেকে।   

6

5

1

4

3

2