নারায়ণগঞ্জে নারী উদ্যোক্তা সংগঠনের ঈদ মেলা

20190504_125146নারায়ণগঞ্জে শুরু হয়েছে অনলাইন নারী উদ্যোক্তা সংগঠনের তিন দিনব্যাপি ঈদ মেলা। শুক্রবার সকাল থেকে  শহরের চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে বাঁধন কমিউনিটি সেন্টারের চতুর্থ তলায়  এ মেলার আয়োজন করা হয়। অনলাইন ভিত্তিক ৪৩ জন্য নারী উদ্যোক্তা শাড়ি, থ্রিপিস, হ্যান্ডিক্রাফট সামগ্রী, প্রসাধনী, জুতা ও গয়নাসহ নানা পণ্য সাজিয়ে বসেছেন। প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় ক্রেতাদের বিনোদনের জন্য থাকছে র‌্যাম্প মডেল শো, ফ্রি ফটোশুট ও মেহেদি উৎসবের আয়োজন।

গত দুইদিন ছুটির দিন হওয়ায় জমে উঠেছে এই ঈদ মেলা। সকাল থেকে রাত পর্যন্ত  বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও দর্শণার্থীরা মেলায় আসছে। মেলায় ক্রেতাদের উপচে পড়া ভীড় করছে। দাম ক্রয়সীমার মধ্যে হওয়ায় স্বাচ্ছন্দে কেনাকাটায় ব্যস্ত হয়ে হয়ে পড়েছেন ক্রেতা সাধারণ। রমজান মাসে বিপনী কেন্দ্রগুলোতে বিড়ম্বনায় না পড়তে আগেভাগেই চাহিদা অনুযায়ী পছন্দমতো পণ্য সামগ্রী কিনতে মেলায় ভীড় করছেন ক্রেতারা। 

নারায়ণগঞ্জ নারী উদ্যোক্তা সংগঠন আয়োজিত তিন দিনব্যাপী এই ঈদ মেলা চলবে আগামী ৫ মে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত।