গলায় কাঁটা বিঁধেছে?

মাছ খেতে গিয়ে গলায় কাঁটা বিঁধলে ভড়কে যাবেন না। বেশ কিছু সহজ উপায়ে গলার কাঁটা নামাতে পারেন। তবে এগুলো কাজ না করলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

motso1

  • শুকনো ভাত দলা করে গিলে ফেলুন। না চিবিয়ে গিলতে হবে।
  • পাউরুটির বড় টুকরো গিলুন।
  • এক কাপ পানির সঙ্গে ২ চামচ ভিনেগার মিশিয়ে পান করুন। ভিনিগার গলায় বিঁধে থাকা মাছের কাঁটাকে নরম করতে সাহায্য করবে।
  • কাঁটা দূর করার জন্য অলিভ অয়েল খেতে পারেন।
  • এক কাপ কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে পান করুন।
  • গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে পান করলেও উপকার পাবেন।