পোশাকের ক্যানভাসে মুঘল স্থাপনা

ঈদ উপলক্ষে ফ্যাশন হাউজ ‘শরদিন্দু’ পোশাকে নিয়ে এসেছে মুঘল স্থাপত্য শিল্পের বিভিন্ন দিক। মুঘল মিনিয়েচার পেন্টিং ও মুঘল স্থাপনার নকশার আদলে তৈরি হয়েছে ঈদের পোশাক। পান্না-মীনা, দিলানূর নাদিরা, রেক্সোলানা, সরেবর, অপরাজিতা, নাহারগড়- এমন বিভিন্ন নামে পোশাকগুলো পেয়ে যাবেন প্রতিষ্ঠানটির ধানমন্ডিস্থ আউটলেটে।


শরদিন্দুর ডিজাইনার ও অন্যতম স্বত্বাধিকারী হাবিবা আক্তার সুরভী জানান, প্রচণ্ড গরমের কারণে বেশিরভাগ পোশাকই সুতি, আরামদায়ক সিল্ক কিংবা জর্জেটে করা হয়েছে।


মুঘল স্থাপত্যের নকশা ছাড়াও গ্রাম বাংলার  লোকজ শিল্প, মোরগ লড়াই খেলা, গ্রাম্য রমনীর বিলাস যাপন, বেদেনীর সাপখেলাসহ আরও বিভিন্ন মোটিফ ফুটে উঠেছে পোশাকের ক্যানভাসে।