ত্বকে প্রাণ ফেরায় গাজরের ফেসপ্যাক

এই গরমে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন গাজরের ফেসপ্যাক। শুষ্ক কিংবা তৈলাক্ত- সব ধরনের ত্বকের যত্নেই এটি অতুলনীয়।

carrot-face-mask

  • ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে ছোট একটি গাজর বেটে নিন। ১ চা চামচ মধু ও ২ চা চামচ দুধ মিশিয়ে মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। সপ্তাহে কয়েকবার ব্যবহার করতে পারেন।  
  • ত্বকের শুষ্কতা দূর করতে গাজরের রস লাগান। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা ত্বকের শুষ্ক ভাব কাটিয়ে প্রাণ ফেরায়।
  • তৈলাক্ত ত্বকের সমস্যাতেও গাজরের রস অত্যন্ত কার্যকর। ১ কাপ গাজরের রসের সঙ্গে ১ চা চামচ টক দই, ২ চা চামচ ময়দা ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ ঘাড়, মুখ ও গলার ত্বকে মেখে ২০-২৫ মিনিট রাখুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করতে ১ কাপ গাজরের রসের সঙ্গে ১ চা চামচ টক দই ও একটি ডিম ফেটিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি ২০ থেকে ২৫ ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • ত্বকের বলিরেখা দূর করতে ১ কাপ গোলাপজলের সঙ্গে ১ কাপ গাজরের রস মিশিয়ে ত্বকে লাগান। এছাড়াও গাজরের রসের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। ত্বক হবে উজ্জ্বল ও প্রাণবন্ত।