জামদানির শহরে (ফটোফিচার)

ভোরের আলো ফোটার আগেই এখানে শুরু হয় ক্রেতা-বিক্রেতার সমাগম। দুই থেকে আড়াই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় হাট। বলছি ডেমরার শীতলক্ষ্যা নদীর তীরের জামদানি হাটের কথা। পাইকারি মূল্যে শাড়ি কিনতে চাইলে শুক্রবার ভোরে চলে যেতে পারেন এখানে। প্রতি শুক্রবার ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত জামদানি বিকিকিনি চলে এখানে। নদী পার হলেই বিসিক শিল্প নগরী এলাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজারের বড় একটি অংশ মাকুর শব্দে থাকে মুখরিত। সপ্তাহে প্রতিদিনই এখানে জামদানি বোনেন শিল্পীরা। ছবিতে দেখুন জামদানি হাট, তাঁত ও তাঁতিদের কর্মযজ্ঞ।  

1

23

4

7

6511

8