ক্যাজুয়াল আবহে ঈদ পোশাক

এই ঈদে ‘সেইলর’ প্যাটার্ন ও ডিজাইনে এনেছে পরিবর্তন। ‘রেডি টু ওয়্যার’ আউটফিটে থাকছে ফরমাল এবং ক্যাজুয়াল আবহ। সেইলরের চিফ অপারেটিং অফিসার রেজাউল কবির জানান, এবারের ঈদ যেহেতু গরমে, পোশাক তৈরির ক্ষেত্রে সেইলর প্রথমেই প্রাধান্য দিয়েছে আরামের বিষয়টিকে। তাই বলে পোশাকে উৎসবের আবহ থাকবে না তা নয়। পোশাক উৎসবমুখর করতে সালোয়ার কামিজে আফসান প্রিন্টের ব্যবহার করা হয়েছে। পাশপাশি প্রতিটি পোশাকে স্বকীয় লুক তুলে ধরতে প্যাটর্নে আনা হয়েছে ভিন্নতা। 

thumbnail

kkk
ভ্যালু অ্যাডিশন হিসেবে প্রাধান্য দেওয়া হয়েছে ওয়াশ, ডিজিটাল প্রিন্ট এবং এমব্রয়ডারির নকশার উপর। শার্ট, পলো এবং ট্রাউজারে অনুসরণ করা হয়েছে বিশেষ কাট। তরুণীদের জন্য স্মুদি লেয়ারিং ফ্যাশন এবং লং লিলেন ফেব্রিকের কামিজ বা কুর্তায় এমব্রয়ডারির আর্ট ওয়ার্ক থাকছে এবার।