ফেসিয়ালের পর যা করবেন না

কেবল সুন্দর ত্বকের জন্যই নয়, পরিচ্ছন্ন ত্বকের জন্যও নিয়মিত ফেসিয়াল জরুরি। ত্বকের ধরন অনুযায়ী ফেসিয়াল করলে ত্বক থাকে সুস্থ ও প্রাণবন্ত। তবে ফেসিয়াল করার পরও কয়েকটি জরুরি বিষয় মনে রাখতে হবে ভালো ফল পেতে। জেনে নিন সেগুলো কী কী।

Depositphotos_2280759_m-2015

  • ফেসিয়াল করার পর পরই ভারি মেকআপ করবেন না। ফেসিয়াল করলে আমাদের লোমকূপগুলি খুলে গিয়ে ভেতর থেকে পরিষ্কার হয়ে যায়। ফলে ত্বকে অক্সিজেন প্রবাহ হতে থাকে। ফেসিয়ালের পরই তাই ভারি মেকআপ করলে সঙ্গে সঙ্গে সেটি ক্ষতিগ্রস্ত করে ফেলবে ত্বক।
  • ফেসিয়াল করার সঙ্গে সঙ্গে খুব গরম পা ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধোবেন না। কারণ ফেসিয়ালের পর পর ত্বক আরও বেশি কোমল ও সংবেদনশীল হয়ে পড়ে।
  • ফেসিয়াল করার পর ঘণ্টা খানেক রোদে না বের হওয়াই ভালো।
  • লেবু, কমলার খোসা বা বেকিং সোডার মতো অ্যাসিডিক উপাদান ব্যবহার করবেন না।
  • ত্বক ম্যাসাজ করবেন না সঙ্গে সঙ্গে। ফেসওয়াশ ব্যবহারও এড়িয়ে চলুন।