ঈদের আগেই প্রাণবন্ত ত্বক

ঈদ কড়া নাড়ছে দোরগোড়ায়। ঈদের পোশাক ও জুতা নিশ্চয় কেনা হয়ে গেছে এরই মধ্যে। এবার ত্বকের প্রতিও নিয়ে নিন খানিকটা বাড়তি যত্ন। ঈদের দিন ত্বক যেন সুন্দর ও প্রাণবন্ত দেখায় সেজন্য কয়েকটি ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারেন।  

মডেল: স্বাগতা  

  • একটি ডিমের সাদা অংশ ফেটিয়ে এক চিমটি হলুদ গুঁড়া মেশান। মিশ্রণটি ২০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • অর্ধেকটি কলা চটকে ২ টেবিল চামচ ওট ও ১ চা চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
  • অ্যালোভেরা জেলের সঙ্গে সমপরিমাণ পাকা পেঁপের পেস্ট মেশান। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • সমপরিমাণ অ্যালোভেরা জেল ও চন্দন গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
  • ৩ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১ টেবিল চামচ মধু মেশান। আধা চা চামচ হলুদ গুঁড়া ও আধা চা চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • ২ চা চামচ কমলার খোসা গুঁড়ার সঙ্গে ২ চা চামচ টক দই ও ১ চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।

তথ্য: বোল্ডস্কাই