হাত রাঙানোর খুঁটিনাটি

চাঁদরাতে হাত দুটি মেহেদিতে না রাঙলে বুঝি ফিকে হয়ে যায় উৎসবের আমেজটাই! জেনে নিন মেহেদির লাগানোর খুঁটিনাটি বিষয় সম্পর্কে।

c700x420

  • ছোট হাতের পাতায় ভরাট নকশা ভালো দেখায় না। বড় হাতের পাতা যাদের, তারা ভরাট নকশা করতে পারেন। ছোট হাতে লম্বালম্বি নকশা করুন। ফাঁকা ফাঁকা নকশাও বেশ ভালো দেখাবে।
  • তালুর মাঝখানে স্পষ্ট ও গাঢ় নকশা করতে পারেন। আঙুলের মাথা মুড়ে দিতে পারেন মেহেদিতে।
  • হাতাকাটা পোশাক পরলে বাজুতেও মেহেদি দিয়ে ছোট্ট করে ডিজাইন এঁকে নিতে পারেন।
  • কালো মেহেদি ব্যবহার করবেন না। এতে কেমিক্যালের পরিমাণ অনেক বেশি থাকে জা ত্বকের জন্য ক্ষতিকর।
  • মেহেদি লাগানোর আগে হাতে ময়শ্চারাইজার বা লোশন জাতীয় কিছু লাগাবেন না।
  • মেহেদি শুকানোর সঙ্গে সঙ্গে তুলে ফেলবেন না কিংবা পানি লাগাবেন না। সম্ভব হলে মেহেদি শুকানোর পর ২ থেকে ৩ ঘণ্টা অপেক্ষা করুন।
  • মেহেদি ওঠানোর পর লেবুর রস ও চিনির সিরাপ একসঙ্গে মিশিয়ে তুলো দিয়ে নকশার উপর লাগান। রঙ গাঢ় হবে।
  • বাটা মেহেদির সঙ্গে কফি কিংবা পান খাওয়ার খয়ের মিশিয়ে নিলে রঙের জৌলুস বাড়বে।
  • চাইলে মেহেদি বেটে টিউব বানিয়ে নিতে পারেন ঘরে বসেই। সেজন্য পাতা মেহেদি মিহি করে বেটে সূক্ষ্ম নেট দিয়ে ছেঁকে নিন। তারপর খালি টিউবে বা ট্রেসিং পেপারের মধ্যে নিয়ে সামনে ফুটো করে নিন।