ঈদ রেসিপি

ঝটপট পোলাও

polaoঈদের দিনে মেহমান আসার অন্ত থাকে না। সারাদিনই চলে কম বেশি অতিথি আপ্যায়ন। এইসময় যদি পোলাও শেষ হয়ে যায়, তখন কী করবেন? প্রচণ্ড গরমের দিন বলে অনেকটুকু রান্না করে রাখাও সম্ভব না। তাহলে জেনে নিন ঝটপট সাদা পোলাও রান্নার সহজ পদ্ধতি।

পোলাউ রান্নার জন্য প্রথম কাজ, পেঁয়াজের বেরেস্তা করা ও গরম পানি করা। এই দুটো কাজ হয়ে গেলে আর কাজ নেই। চাল ধুয়ে চুলায় চাপিয়ে দিলেই পোলাও হয়ে যাবে…

উপকরণ:

পোলাওয়ের চাল—১ কেজি

এলাচ—৫-৭টি

দারুচিনি—৩-৪টি (মাঝারি)

লবঙ্গ—৩-৪টি

তেজপাতা—২-৩টি

গোলমরিচ—২-৩টি

তেল—১কাপ

ঘি—২ টেবিল চামচ

পেঁয়াজ কুচি—৬-৭টি (বড়, বেরেস্তার জন্য)

কিসমিস—পরিমাণ মতো

লবণ—স্বাদ মতো

চিনি—১ টেবিল চামচ

আস্ত কাঁচা মরিচ—৫-৭টি

পানি—দেড় লিটার

গাজর কুচি—১ চামচ

মটরশুটি সেদ্ধ—আধ কাপ

লং বিন বা বরবটি কুচি—১ চামচ

প্রণালি: পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার বেরেস্তা ও কিসমিস ভেজে তুলে রাখুন। ঘি, চিনি কাঁচা মরিচ ছাড়া ওপরের সব উপকরণ গরম তেলে দিয়ে ভেজে নিন। চাল ভাজা ভাজা হয়ে আসলে গরম পানি ঢেলে দিন। ফুটে উঠলে চিনি, ঘি, কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিন। গাজর, মটরশুটি ও বরবটি দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিন। বেরেস্তা ও কিসমিস দিয়ে পরিবেশন করুন।