যেভাবে পাবেন প্রাকৃতিক গোলাপি ঠোঁট

ঠোঁট কালো হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ ধূমপান। এছাড়া অতিরিক্ত চা-কফি পান করলে কিংবা ভালো প্রসাধনী ব্যবহার না করলেও ঠোঁট কালচে হয়ে যেতে পারে। জেনে নিন ঠোঁটে প্রাকৃতিক গোলাপি আভা আনবেন কীভাবে। 

Honey-Rose-Salt-Scrub

  • ঠোঁট যেন শুকিয়ে না যায় সেদিকে লক্ষ রাখা জরুরি। সবসময় হাতের কাছে লিপবাম রাখবেন।
  • রাতে ঘুমানোর আগে ভিটামিন ই অয়েল ঠোঁটে ম্যাসাজ করুন।
  • লিপস্টিক ব্যবহারের আগে লিপবাম অথবা চ্যাপস্টিক লাগান ঠোঁটে।
  • ঠোঁটে জমে থাকা মরা চামড়া দূর করতে ব্যবহার করুন ঘরে তৈরি স্ক্রাব। চিনি ও পেট্রলিয়াম জেলি একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগান। নরম ব্রাশ দিয়ে ঘষে নিন।
  • গোলাপের পাপড়ি পিষে মধু ও দুধ মিশিয়ে ঠোঁটে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

তথ্য: স্টাইল ক্রেজ