রুক্ষ চুল ঝরে পড়ছে?

নিয়মিত অযত্ন ও রোদ, ধুলাবালিতে চুল হারিয়ে ফেলে তার স্বাভাবিক সৌন্দর্য। প্রাণহীন হয়ে ঝরে পড়তে শুরু করে। জেনে নিন ঘরোয়া যত্নে কীভাবে চুলের রুক্ষতা দূর করবেন।

Get-Rid-of-Dry-And-Rough-Hair
নারকেলের দুধ ও লেবু
১ গ্লাস নারকেলের দুধের সঙ্গে একটি লেবুর রস মিশিয়ে নিন। ভালো করে নেড়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। চুল ছোট ছোট অংশে ভাগ করে লাগাতে পারেন। শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন ২০ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুল প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করবে।

DIY-Hair-Mask-for-Dry-Frizzy-Hair
অ্যালোভেরা জেল ও অলিভ অয়েল
একটি বাটিতে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। ১ চা চামচ সামান্য গরম নারকেল তেল মেশান। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে ৪৫ মিনিট অপেক্ষা করুন। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
আপেল সিডার ভিনেগার
চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। মোছার আগে ২ কাপ পানিতে ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে ধুয়ে নিন চুল।   
মধু ও দই
৩ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি আধা ঘণ্টা চুলে লাগিয়েরেখে ধুয়ে ফেলুন।
কলা, মধু ও নারকেলের তেল
২টি পাকা কলা চটকে নিন। ১ চা চামচ করে মধু, নারকেল তেল ও অলিভ অয়েল মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ডস্কাই